Monday, May 30, 2022

আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য রজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

 


আশুলিয়া প্রতিনিধি :

আশুলিয়ায় হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে এক ব্যবসায়ী বাদী হয়ে ইয়ারপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রাজন ভূইয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে । 

২৯ মে (রবিবার) রাতে ভুক্তভোগি হাবিবুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে লিখিত এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য রাজন ভূঁঈয়া (২৩) ও তার ছোটো ভাই রাকিব ভূঈয়া (২৪), জাহিদ ভূঈয়া (২৫), মোঃ শামীম (২৫), মোঃ শরীফ (২৫), মো: হৃদয় (২২) ও মোঃ অনিক (২০)। আহত ও ভুক্তভোগীরা হলেন-ঘোষবাগ জাকির হোসেন ভূঁঈয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (২৬) এবং জামাল ভূঈয়ার ছেলে জাহিদ ভূঈয়া (২৫)।   

অভিযোগ সূত্রেঃ দীর্ঘ ১০ বছর হল ভূঈয়া ইন্টারনেট সার্ভিস নামে, হাবিবুর রহমান ও জাহিদ ভূঈয়া পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছে। কিন্তু,গত ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে রাজন ভূঁইয়া ও তার ছোটো ভাই রাকিব তাদের ব্যবসা দখল নিতে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। গত রবিবার রাজন ভূঈয়ার নির্দেশে রাকিব ও তার ১০-১২ জনের একটি বাহিনী পূর্ব নরসিংহপুর মোল্লাপাড়া এলাকায় ব্যবসায়ীদের কয়েকটি সংযোগ কেটে দেয় ও প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে । ঘটাস্থলে থাকা হাবিবুর ও জাহিদ প্রতিবাদ করলে দেশী অস্ত্র-সস্ত্র সহ রড ও লাঠি দারা তাদের উপরে এলোপাথারি আঘাত করে ।ঐসময় রাকিব ও তার সহযোগীরা মিলে হাবিবুর রহমানের নিকট থাকা দুই লাখ টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদ ভূঁঈয়া বলেন, আমি ও আমার পাটনার শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসচ্ছি। কিন্তু গত নির্বাচনে রাজন ভূঁঈয়া মেম্বার হওয়ার পর থেকে আমাদের নেট ব্যবসা দখল এর পায়তারায় প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তা অস্বীকার করায় গত রবিবার তার ছোট ভাই রাকিবকে পাঠিয়েছে আমাদের সংযোগ কেটে তাদের সংযোগ লাগিয়ে দিতে।আমরা বাধা দিলে আমাদের উপর হামলা করে।  

এ বিষয়ে জানতে চাইলে ইয়ারপুর ইউপি সদস্য রাজন ভূঁঈয়া বলেন, তাদের ইন্টারনেটের ব্যবসা নিয়ে রবিবার বিকালে কথা কাটাকাটি হয়েছে মাত্র। এটা সমাধান করতে এলাকার মুরব্বিরা (দায়িত্ব)ভার নিয়েছে ।

(৩০ মে) সোমবার অভিযোগের বিষয়ে নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) এমদাদুল হক বলেন, উক্ত ঘটনায় ব্যবসায়ীরা বাদী হয়ে চাঁদাবাজির একটি মামলা করেছে।আমরা আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি ।

Sunday, May 29, 2022

কালিয়াকৈরে ক্লিনিকে অভিযান,৫০ হাজার টাকা জরিমানা



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সরকারি চিকিৎসকদের ছত্র-ছায়ায় অবৈধ ক্লিনিকের ছড়াছড়ি। এসব ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায়  রোববার বিকেলে এসব ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাত্র একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ক্লিনিক, রোগী ও তাদের স্বজনদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর, মৌচাক, ফুলবাড়ীয়া, কালিয়াকৈর বাজার, সাহেব বাজার, শ্রীফলতলীসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতি সন্নিকটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে ডিজি ল্যাব ক্লিনিক্যাল ল্যাবটরী নামে একটি অবৈধ ক্লিনিক ও ন্যাশনাল হাসপাতাল, চন্দ্রা এলাকায় এ্যাপোলো ক্লিনিক। সরকারি চিকিৎসকদের ছত্রছায়ায় এসব অবৈধ ক্লিনিক গড়ে উঠায় রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অবৈধ ক্লিনিক মালিকরা। মুল্য তালিকার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে ৭২ ঘন্টার মধ্যে অবৈধ হাসপাতাল বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা কৌশলে অবৈধ ক্লিনিকগুলোকে কাগজপত্র ঠিকঠাক করতে কয়েকদিন সময় বেঁধে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে অফিস ফাঁকি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডাঃ কুহু মুৎসুদ্দী স্থানীয় কালিয়াকৈর বাজার এলাকায় দেওয়ান ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে যান। সরকারি হাসপাতালে বিনা মূল্যে সিজারের নিয়ম থাকলেও তিনি ওই হাসপাতালে গিয়ে অর্থের বিনিময়ে একটি সিজার করেন। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যান। খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চালিয়ে কাগজপত্র অবৈধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডাঃ কুহু মুৎসুদ্দী জানান, অন্য একটি কাজে এসেছিলাম। এখন আবার হাসপাতালে যাচ্ছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন জানান, ওই চিকিৎসক ছুটিতে থাকতে পারে। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিভিন্ন অনিয়মের কারণে ওই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিকিৎসকের বিরুদ্ধে সংশ্লিষ্ট উধর্ব্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Friday, May 27, 2022

অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 


নিজস্ব প্রতিনিধি   :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, মাদকরোধে আরও বেশি কঠোর হতে হবে। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই।শুক্রবার (২৭ মে) সকাল ১১টার দিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। তাই সীমান্তে কাজ করা অনেক দূরহ ব্যাপার। তাই বিজিবিকে হেলিকপ্টার থেকে শুরু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মো. ফখরুল আহসান, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান হায়াৎ, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১ বছরের মালিকবিহীন উদ্ধারকৃত ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ হাজার ৭৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন সময়ে আটককৃত ১ হাজার ৯৭৯ জন আসামিসহ ১ কোটি ২৪ লাখ ৪৩০ পিস ইয়াবা, ২৭ হাজার ৪৪৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ হাজার ৩০৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার, ৯৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ১৩৭ বোতল ফেন্সিডিল, ৫৮ লাখ ৬ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ২২ হাজার ৯৯৫ কেজি গাঁজা, ৩ হাজার ১৫০ কেজি আফিম মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Wednesday, May 25, 2022

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, আহত ২ জনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

ছবি সংগ্রহিত


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বারইয়ারহাটে ডাকাত আখ্যা দিয়ে র‌্যাব সদস্যদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শামীম কাউসার, মোখলেসুর রহমান ও মো. পারভেজ। র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার রাত সাড়ে ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের প্রথমে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। তবে তাদের ঢাকায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী রাত ৯টার দিকে বলেন, ‘আমি মাত্র ঘটনাটি শুনেছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানি না এখনও।’

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম  বলেন, ‘মাগরিবের পরপরই তাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।’ কে বা কারা এই হামলা চালিয়েছে- তা জানাতে পারেনি কেউ।

তবে স্থানীয়রা বলেন, ‘একটি প্রাইভেট কারকে ফলো করে বারৈয়ারহাট পৌরসভায় আটক করে র‍্যাব সদস্যরা। তখন ডাকাত বলে চিৎকার করে লোকজন ডেকে তাদের ওপর হামলা চালানো হয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানিয়েছেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শামিম কাউসার ও মোখলেসুর রহমানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।